মিলানের নতুন অধ্যায়ে ‘খুশি’ মদ্রিচ | চ্যানেল আই অনলাইন

মিলানের নতুন অধ্যায়ে ‘খুশি’ মদ্রিচ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মদ্রিচ পেশাদার ফুটবলে পার করে দিয়েছেন ১৯ মৌসুম। রিয়াল মাদ্রিদে ১৩ মৌসুম কাটিয়ে এক বছরের চুক্তিতে ইউরোপের আরেক জায়ান্ট এসি মিলানে পাড়ি জমিয়েছেন ৩৯ বর্ষী মিডফিল্ডার। ইতালির ক্লাবটিতে ১৪ নম্বর জার্সিতে খেলবেন লস ব্লাঙ্কোসদের সাবেক এলএম টেন খ্যাত মদ্রিচ। এই জার্সিতেই খেলতেন মিলানের সাবেক ফুটবলার ও রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক মদ্রিচ সোমবার পৌঁছান ইতালির মিলান শহরে। জার্সি উম্মোচণের পর রিয়ালের হয়ে ব্যালন ডি’অরজয়ী মদ্রিচ বলেছেন, ‘আমি এখানে এসে বেশ খুশি। এখানে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ক্যারিয়ায়ের নতুন অধ্যায় শুরু করে আমি উচ্ছ্বসিত।’

রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ২৮ শিরোপা জেতা মদ্রিচ গত মৌসুমে ৬৩ ম্যাচে ৪ গোল করেন। সতীর্থদের দিয়ে আরও ৯ গোল করান এই মিডফিল্ডার।

মিলানের সান সিরোয় এবার নিজের পদচিহ্ন রেখে যেতে চান তিনি। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ইতালির ক্লাবটির সঙ্গে চুক্তি থাকলেও নবায়নের সুযোগ থাকছে তার।

এসি মিলানের কোচ মাসিমিলিনা আল্লেগ্রি বলেছেন, ‘লুকা মদ্রিচ ভালো একজন মিডফিল্ডার। ৪ আগস্ট থেকে সান সিরোয় ট্রেনিং শুরু করবেন লুকা।’

টটেনহ্যাম হটস্পার থেকে ২০১২ সালে রিয়ালে আসার পর ৬ টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন মদ্রিচ। মেসি-রোনালদোর দ্বৈরথের সময় ২০১৮ সালে জেতেন ব্যালন ডি’অর।

Scroll to Top