মিরাজের নেতৃত্বে ওয়ানডে দলে ফেরানো হল নাঈম শেখকে | চ্যানেল আই অনলাইন

মিরাজের নেতৃত্বে ওয়ানডে দলে ফেরানো হল নাঈম শেখকে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। দুই টেস্টের সিরিজে প্রথমটি ড্র করেছে। দ্বিতীয় টেস্টে নির্ধারণ হবে সিরিজের ফল, গড়াবে ২৫ তারিখে। এরপর ওয়ানডে সিরিজ। সোমবার দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অধীনে ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে বিসিবি। ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। দলে আরও চার পেসারের জায়গা হয়েছে। দীর্ঘদিন পর ফিরেছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ।

বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

Scroll to Top