ঘরের মাঠে বাংলাদেশকে টেস্ট সিরিজে হারানোর পর ওয়ানডেতে নামছে শ্রীলঙ্কা। সফরকারী দলটির বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কলম্বোর আর প্রেমাদাসায় মেহেদী হাসান মিরাজদের প্রথম ম্যাচ বুধবার। টেস্ট সিরিজ জিতলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ কঠিন হবে, মনে করছেন লঙ্কান অধিনায়ক চারিথ আশালাঙ্কা।
বুধবার সিরিজের প্রথম ওয়ানডে গড়াবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। মুখোমুখি লড়াইয়ে লঙ্কানরা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে থাকলেও শেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনটি এবং দুটিতে জিতেছে লঙ্কানরা। সবশেষ ২০২৪ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।
সেই হারের বদলা নিতে মরিয়া শ্রীলঙ্কা। মঙ্গলবার কলম্বোতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আশালাঙ্কা ইঙ্গিত দিলেন এমনই। বলেছেন, ‘প্রতিটি দল আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, বাংলাদেশ কঠিন একটি দল, তারা সাম্প্রতিক সময়ে খুব ভালো ক্রিকেট খেলছে এবং সবশেষ সিরিজেও। যা আমরা বাংলাদেশে খেলেছিলাম বাংলাদেশ সিরিজ জিতেছিল এবং এটি আমাদের জন্য একটি বৃহৎ চ্যালেঞ্জ হতে যাচ্ছে ঘরের মাঠের সিরিজে।’
পূর্ণশক্তির দল নিয়েই লঙ্কানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমান আছেন স্কোয়াডে। টাইগার পেসার তার দিনে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটাও মনে করিয়ে দিয়েছেন আশালাঙ্কা। জানিয়েছেন, মোস্তাফিজকে নিয়ে তাদের ভিন্ন পরিকল্পনা থাকার কথাও।
বলেছেন, ‘মোস্তাফিজুর একজন দুর্দান্ত বোলার, এটা প্রমাণ করেছেন। আমি মনে করি অতীতে সে বাংলাদেশের জন্য অনেক ভালো পারফরম্যান্স করেছে এবং আমাদের তার বিরুদ্ধে পরিষ্কার পরিকল্পনা রয়েছে, কারণ আমি জানি সে বিপজ্জনক হতে পারে।’
এই সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মেহেদী হাসান মিরাজের। তার অধিনায়কত্ব নিয়ে ধারণা না থাকলেও মিরাজের পারফরম্যান্স অজানা নয় আশালাঙ্কার। বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে সে কেমন সেই উত্তর দেব। বলতে পারি, মেহেদী হাসান অসাধারণ একজন ক্রিকেটার। তিনি একজন ভালো বোলার এবং একজন ভালো ব্যাটার। তবে তার অধিনায়কত্ব সম্পর্কে আমি কিছু জানি না।’