মিরপুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মিরপুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মিরপুর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি-প্রতিকী

রাজধানীর মিরপুর থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই ছাত্রের নাম জহিরুল ইসলাম হিরু। তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, রাতে তারা পঁচা গন্ধ পেয়ে জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করেন। পরে মিরপুর ১২ নম্বরের ১৪ নম্বর সড়কের একটি বাসা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আলাদা ফ্ল্যাটে বসবাস করছিলেন ওই শিক্ষার্থী। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দূরত্ব ছিল তার। উচ্চশিক্ষার জন্য বেশ কয়েকবার কানাডা যাওয়ার চেষ্টা করেছেন। তবে বারবার ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

রাজধানীর পল্লবী থানার ওসি অপূর্ব হাসান বলেন, তিনি হতাশাগ্রস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। তবে তদন্ত ছাড়া আসল কারণ জানা যাবে না। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এনকে

Scroll to Top