মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও বাংলাদেশের প্রথম ওয়ানডেতে হানা দিয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ রয়েছে খেলা। কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মাঠ। বৃষ্টির আগে ৪.৩ ওভারে ৯ রান তুলেছে দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়াং।
আগেই আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গিয়েছিল, বৃহস্পতিবার প্রায় সারাদিনই বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। সন্ধ্যার আগে পর্যন্ত সম্ভাবনা ৭০ শতাংশ। আর সন্ধ্যার পর ৫০ শতাংশ বৃষ্টিপাত হতে পারে।
সেই শঙ্কা সত্যি করে বারোটার দিকে শুরু হয়েছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাঠও ঢাকা হয়েছিল কাভারে। সংশয় ছিল, নির্দিষ্ট সময়ে টস হয় কিনা তা নিয়ে। তবে যথা সময়ে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক লিটন কুমার দাশ। পঞ্চম ওভারের খেলা চলাকালীন সময় শুরু হয় বৃষ্টি। এরপর থেকেই বন্ধ আছে ম্যাচ।
বৃষ্টির কারণে বেশি সময় নষ্ট হলে খেলা হতে পারে কার্টেল ওভারে। আইসিসির নিয়মানুযায়ী, ওয়ানডে ম্যাচে অন্তত ৪০ ওভার খেলা বাধ্যতামূলক, সে ক্ষেত্রে প্রতি দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হবে নিজ নিজ ইনিংসে। এর পর আশ্রয় নেওয়া যাবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির।