মিরপুরে বাংলাদেশকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ শুরু

মিরপুরে বাংলাদেশকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ শুরু
মিরপুরে বাংলাদেশকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ শুরু

নিজেদের মাটিতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দল গুটিয়ে যায় মাত্র ৮১ রানে। পাকিস্তানের পক্ষে একেবারেই সহজ ছিল লক্ষ্যমাত্রা। যদিও দলটি ৫ উইকেট হারিয়েছে, তবে জয় নিশ্চিত না করে থামেনি। ২৪.৫ ওভারেই ৫ উইকেটের জয় তুলে মাঠ ছাড়ে নিদা দারের দল।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ছিল বাংলাদেশের। মিরপুরের মাটিতে খেলা। তবে ব্যাট করতে নেমে দিশেহারা অবস্থার মধ্যেই পড়ে বাংলাদেশের মেয়েরা। কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি পাকিস্তানের বিরুদ্ধে। ৩১.৫ ওভারেই গুটিয়ে গেছে দল, করেছে মাত্র ৮১ রান।

বাংলাদেশের পক্ষে ডাবল-ডিজিটে পৌঁছেছে কেবল ৩ ব্যাটার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে এসেছে ১৩ রান। ফাহিমা খাতুন ও রিতু মনি যথাক্রমে করেছেন ১৮ ও ১৪ রান। দলীয় রান ১৪ তে ২ উইকেট, ১৫ তে এসেই ৩ হয়ে যায়। এভাবে একে একে নিজেদের ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে মেয়েরা। বিপরীতে রান তোলার ব্যাপারেও ছিল খুবই কৃপণ।

পাকিস্তানের বোলার সাদিয়া ইকবাল এর ৪ উইকেট, নিদা দার ও উম্মে হানি’র ৩ টি করে উইকেটে বাংলাদেশ সব উইকেট হারিয়ে বসে ৮১ রানেই।

বিপরীতে ব্যাট করতে নেমে পাকিস্তানের প্রথম ৩ ব্যাটারের ব্যাটে ৭, ৭ ও ৩- যথাক্রমে এই রান আসে। চার নম্বরে নামা অধিনায়ক নিদা দার-ই দলের হাল ধরলেন শক্ত করে। অল্প রানের লক্ষ্যমাত্রা পেরোতে গিয়ে সময় নিয়ে শেষপর্যন্ত খেলে গেলেন। আলিয়া রিয়াজের সাথে ২৮ রানের জুটিতেই পরিষ্কার হয়ে যায় পাকিস্তানের পক্ষে যাচ্ছে ম্যাচ।

রিয়াজ ফিরেছেন ১৬ রান করে। বাকি পথ নাজিহা আলভি’র সাথে পারি দেন অধিনায়ক। দলকের জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই মাঠ ছেড়েছেন। ব্যক্তিগত খাতায় জমা করেছেন ৫৯ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস, যেখানে ছিল ৩ টি চারের মার। পাকিস্তানের জয় নিশ্চিত হয়েছে ২৪.৫ ওভারে, ৫ উইকেট হারিয়ে।

বাংলাদেশের বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার। একটি উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।

Scroll to Top