মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মন্থর উইকেটে গত কয়েক বছরে বেশ কিছু সিরিজ জিতেছে বাংলাদেশ। এরমধ্যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কীর্তিও রয়েছে। বোলারদের সফলতায় জয় আসলেও ব্যাটারদের ব্যর্থতা ছিল। ম্যাচ জয়ের কারণে তা ঢেকে গেলেও লিটন দাস বললেন, ‘এতে অনেক ব্যাটারের ক্যারিয়ার ডাউন হয়ে গেছে।’
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। তার আগে মনে করিয়ে দিলেন মিরপুরের পিচে ব্যাটারদের ব্যর্থতার কথা।
বলেছেন, ‘আমি একমত যে অনেক ক্রিকেটারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে ব্যাটার হিসেবে। আমি যদি বোলার হতাম, হয়তো আমার ক্যারিয়ারও বিল্ড-আপ হতো ওই উইকেটে খেললে। অবশ্যই বাংলাদেশ দল ওখানে উন্নতি করেছে, সিরিজ জিতেছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। কিন্তু একই সময়, ব্যাটারদের জন্য একটু খারাপ ছিল।’
মিরপুরের ব্যাটারদের জন্য একেবারে খারাপ, সেটা অবশ্য মানছেন না লিটন। বলেছেন, ‘ব্যাটারদের যে সবসময় সমস্যা হয়, তা না। ক্লিয়ার করে দিই, নির্দিষ্ট ওই দুইটা সিরিজে (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড) ব্যাটারদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে এখানে, স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, রানও হয় এবং পেস বোলাররাও হেল্প পায়।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজে অবশ্য পিচের কন্ডিশন ভালোই হবে বলছেন লিটন। তার ভাষ্যে, আমার মনে হয় না, ওই জিনিসের পুনরাবৃত্তি হবে। উইকেট দেখে ভালো মনে হয়েছে। একটা ইভেন গেম হবে। স্পোর্টিং উইকেট এটা এবং সেম জিনিস, দুই পক্ষের জন্যই জিনিসটা সমান থাকবে। এমন না যে আমরাই শুধু সুবিধা পাবো। তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে এবং তাদেরও ব্যাটার আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই আমাদের লক্ষ্য।’