মিরপুরে এক অন্যরকম তামিম

মিরপুরে এক অন্যরকম তামিম
মিরপুরে এক অন্যরকম তামিম

২০২৪ সালের  বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। তবে এর আগেই যে আন্তর্জাতিক ম্যাচে ফেরা হয়ে গেল তামিমের। মাঠে ফেরার আগেই ধারাভাষ্য কক্ষে ফিরলেন দেশ সেরা ওপেনার। চলমান ঢাকা টেস্টে তামিমকে দেখা গেল কমেন্ট্রি বক্সে, মাইক্রোফোন হাতে।

ধারাভাষ্যকার তামিম ইকবাল। অবাক হওয়ার মতো বিষয় হলেও ঘটনা সত্যি। ধারাভাষ্যের প্রতি যে তার ভালোলাগা তা তিনি আগেই জানিয়েছিলেন। ধারাভাষ্যে অবশ্য তামিম ইকবালের অভিষেক হয়েছে ২০২২ সালের বিপিএলে। এবার আন্তর্জাতিক ম্যাচে তামিম ফিরলেন ধারাভাষ্য কক্ষে। থাকার কথা ছিল মাঠে, বাইশ গজে ব্যাট হাতে। এর বদলে তামিম ইকবালকে দেখা গেল মাইক্রোফোন হাতে।

বাংলাদেশের ইনিংসের ৩৭ তম ওভার শেষ হয়েছে। সে সময়ই টিভি ক্যামেরায় ধরা পড়ে তামিম ইকবাল ধারাভাষ্য দিচ্ছেন। সঙ্গে কিউই তারকা ‘ভয়েস অব বাংলাদেশ’ খ্যাত আতহার আলি খান। তখন তামিমকে মাঠে ব্যাট করতে থাকা কাছের বন্ধু মুশফিকুর রহিম সম্পর্কেও।

এর আগে তামিম ইকবালকে নিজের প্রিয় ক্রিকেটার হিসেবে উল্লেখ করে ধারাভাষ্যকার আতহার আলি খান তাকে স্বাগত জানান। জবাবে তামিম ইকবালও আতহার আলীকে তার প্রিয় ধারাভাষ্যকার বলে জানান। প্রথম ৩০ মিনিট ধারাভাষ্য দিয়ে তামিম ইকবাল বিরতিতে যান।

মাঝের সময়টাতে তামিম ঢু মারেন প্রেস বক্সে। সেখানে তিনি নিজের নতুন অভিজ্ঞতা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন।

তামিম ইকবাল ২০২২ বিপিএলের সময় জানিয়েছিলেন যে ক্রিকেট ছেড়ে দেয়ার পর তিনি ধারাভাষ্য দিবেন। তারই যেন একটা ড্রেস রিহার্সেল দিয়ে গেলেন আজ।

Scroll to Top