মিডিয়াতে কাজ করবো না কোথাও এই কথা বলিনি: তামিম | চ্যানেল আই অনলাইন

মিডিয়াতে কাজ করবো না কোথাও এই কথা বলিনি: তামিম | চ্যানেল আই অনলাইন

ইউটিউব থেকে মডেলিং ও পরে অভিনয়ে এসে পরিচিতি পাওয়া তামিম মৃধা আরও বেশি ধর্মে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ‘অভিনয় ও মিডিয়া ছাড়ছেন’ বলে খবর ছড়িয়েছে।

ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট দিয়ে লেখালিখি হচ্ছে, ইসলামে আসক্ত হয়ে তামিম মৃধা মিডিয়াকে পুরোপুরি ‘গুডবাই’ জানিয়েছেন। তবে শনিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তামিম মৃধা জানান, তিনি মিডিয়া ছাড়ছেন না।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তামিম বলেন, আমি কোথাও বলিনি অভিনয় ছাড়বো বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। যারা নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, কেউ আমার সঙ্গে আলাপ করেননি। তারা মনগড়া নিউজ বা পোস্ট করছেন। একই ঘটনা আমার বিয়ের আগে ঘটেছিল। যার যা ইচ্ছে তাই পোস্ট দিয়েছিল। আপনি প্রথম যে আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, আসলেই মিডিয়া ছাড়ছি কিনা!

এদিকে, শুক্রবার তামিমের বড় ভাই সাকিব এম তালহা তার ফেসবুকে এক পোস্টে লেখেন, ”আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি, আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।”

GOVT

এ প্রসঙ্গে তামিম মৃধা বলেন, সে আমার ভাই। ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে। মানুষ সেটা প্রচার করছে। কিন্তু নিউজ করার আগে আপনি ছাড়া কেউ কথা বলার প্রয়োজন বোধ করেনি। তামিম বলেন, ‘দ্য মেসেজ পডকাস্ট’ নামে আমি একটি পডকাস্ট চ্যানেল চালু করেছি। যেখানে ইসলামের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা হয়। ইয়ুথদের ঘিরে ইসলাম নিয়ে যে মিস কনসেপশন রয়েছে সেগুলো আলোচনা হচ্ছে।

তিনি বলেন, গত সাত-আট মাস ধরে রিসার্চ করে এই শো-টি শুরু করেছি। এজন্য মেইনস্ট্রিম মিডিয়া ছেড়ে ‘ইসলামের ছায়ালতে’ এসেছি এমন কোনো বক্তব্য কোথাও বলিনি। যে পডকাস্ট করছি এটা যেমন ভালো কাজ, তেমনি আগামীতে যদি ভালো স্ক্রিপ্ট আসে তাহলে অভিনয় করতে আমার দিক থেকে কোনো সমস্যা নেই। মিডিয়া ছাড়ছি কিনা বিষয়টি এমন প্রশ্ন যে, আমি ভাত খাই। এখন ভাত খাওয়া ছেড়ে দেব কিনা?

তামিম জানান, মন মতো স্ক্রিপ্ট না আসায় কোভিডের পর থেকে তুলনামূলক অভিনয় কমিয়ে দিয়েছেন। মনোযোগ বাড়িয়েছেন চাকরী ও ব্যবসায়। তামিম বলেন, ব্যাটেবলে মিললে আগামীতে কাজ করবো। এর পাশাপাশি আমি কনটেন্ট বানাবো, ব্র্যান্ড এনডোর্স সবকিছুই করবো।

এছাড়া আমার সোশ্যাল প্ল্যাটফর্মে কোরআন ও সুন্নাহর আদর্শকে মাথায় রেখে ভালো ভালো কনটেন্ট নিয়ে কাজের চেষ্টা অব্যাহত রাখবো।

তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। ‘গান ফ্রেন্ডস’র ইউটিউব চ্যানেল তাকে পরিচিতি এনে দেয়। তিনি বহু টিভিসিতে কাজ করেন। পরবর্তীতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, কাজল আরেফিন অমিসহ প্রথমসারীর একাধিক নির্মাতাদের নাটকে তিনি অভিনয় করেছেন।

Scroll to Top