মিটফোর্ডের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

মিটফোর্ডের হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই ঘটনা বড়ই দুঃখজনক। একটি সভ্য দেশে এমন ঘটনা আমরা আশা করি না। তবে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

আজ (১২ জুলাই) শনিবার সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে — এটিই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। মাঝে মাঝে হয়তো কোনো ক্ষেত্রে কিছুটা ধীরগতি দেখা যায়, কিন্তু সেটি বিচার প্রক্রিয়ার কারণেও হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে।

তিনি আরও বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে, আমরা দ্রুত ব্যবস্থা নেব।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে নিজ দোকান থেকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) টেনেহিঁচড়ে বের করে নির্মমভাবে হত্যা করা হয়।

Scroll to Top