রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির কোতয়ালী থানা দু’জনকে ও র্যাব দু’জনকে গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুরে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন(২২) কে গ্রেপ্তার গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। সেসময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
এদিন রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গত ৯ জুলাই বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়িভাবে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করে। এ ঘটনার ভিডিও সর্বত্র তোলপাড় সৃষ্টি করে।
হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এর পর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দুইজন আসামিকে র্যাব গ্রেপ্তার করে।
প্রাথমিকভাবে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে উক্ত ঘটনা সংঘটিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।