মা হতে চলেছেন অ্যামি জ্যাকসন – DesheBideshe

মা হতে চলেছেন অ্যামি জ্যাকসন – DesheBideshe

মা হতে চলেছেন অ্যামি জ্যাকসন – DesheBideshe

মুম্বাই, ০২ নভেম্বর – ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। ব্রিটিশ বংশোদ্ভূত এ অভিনেত্রী মা হতে চলেছেন। বিয়ের দুই মাসের মাথায় এমনই সুখবর জানালেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশের মধ্য দিয়ে এ সুখবরটি জানান অভিনেত্রী অ্যামি।

তার পোস্ট করা ছবিতে দেখা যায়, খোলা মাঠে সাদা গাউন পরে স্বামীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অ্যামি জ্যাকসন। এতে তার বেবি বাম্প স্পষ্ট। তাছাড়াও স্বামীর সঙ্গে আরও আনন্দঘন মুহূর্তের বেশকটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

চলতি বছরের ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। গত ২৪ আগস্ট বিয়ে করে এই জুটি। এটি তাদের প্রথম সন্তান। তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন তা জানাননি অ্যামি।

দক্ষিণি সিনেমাতেই বেশি অভিনয় করেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন।

উল্লেখ্য, ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীকালে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি।

আইএ/ ০২ নভেম্বর ২০২৪



Scroll to Top