![মা হচ্ছেন নায়িকা মাহি মা হচ্ছেন নায়িকা মাহি](https://www.somoyerkonthosor.com/wp-content/uploads/2022/05/Mahi-Rakib.jpg)
বিনোদন ডেস্ক: মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তথ্যটি জানিয়েছেন এ নায়িকা।
মাহি লিখেছেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে।’
আনন্দের খবরটি জানিয়ে মাহি লেখেন, ‘আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
সন্তান আগমনের খবরে মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা পূর্ণিমা, নিপুণ আক্তার, আঁচল, আইরিন, জাহারা মিতু, পিয়া জান্নাতুল, নায়ক নিরব, ইমনসহ অনেকে।
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছেন মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই তিনি সিনেমা থেকে অনিয়মিত হয়ে গেছেন। গেলো ডিসেম্বরে মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। এবার তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।