মালিকের স্ত্রীকে বলের আঘাত, তাতে পারিশ্রমিক বিলম্বিত রাজশাহীর | চ্যানেল আই অনলাইন

মালিকের স্ত্রীকে বলের আঘাত, তাতে পারিশ্রমিক বিলম্বিত রাজশাহীর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চট্টগ্রাম থেকে: পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট, ম্যাচ না খেলার হুমকি। জল বহুদূর গড়ায়। বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে অবশেষে মাঠে ফিরেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বৃহস্পতিবার অনুশীলন করেছে দলটি। টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি জানালেন পারিশ্রমিক বিলম্ব হওয়ার কারণও। বলেছেন, মালিকের স্ত্রী গায়ে বলের আঘাত লেগেছিল, যে কারণে পারিশ্রমিক বিলম্বিত হয়েছে। আশা করছেন আজকের মধ্যে ২৫ শতাংশ পারিশ্রমিক হাতে পাবেন ক্রিকেটাররা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সকাল দশটায় অনুশীলন করে দুর্বার রাজশাহী। শেষে সংবাদমাধ্যমে পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ের পাশাপাশি আরও কিছু বিষয়ে কথা বলেন মেহরাব।

‘এটা সত্য যে আমাদের পারিশ্রমিক ২৫ শতাংশ এখনও হয়নি। এরইমধ্যে সংবাদমাধ্যমে এসেছে। আমাদের দলের পক্ষ থেকেও বার্তা দেয়া হয়েছে। গতকাল বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আমাদের খুব সৌহার্দ্যপূর্ণ একটা বৈঠক হয়েছে। তিনি আমাদের মালিকের সঙ্গেও কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন আজকের মধ্যে ২৫ শতাংশ পারিশ্রমিক নগদে হবে। আরও ২৫ শতাংশ অর্থ চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই দেবে বলেছে।’

মেহরাব হোসেন অপি জাতীয় দলের সাবেক ক্রিকেটার। ব্যাট বল তুলে রাখলেও ক্রিকেটের সাথেই আছেন। রাজশাহীর টিম ম্যানেজারের দায়িত্বে আছেন। সাবেক এ ক্রিকেটার পারিশ্রমিকের সংক্রান্ত বিষয়ে ক্রিকেটারদের পক্ষে থাকার কথাই জানালেন। তার মতে, পারিশ্রমিকের জন্যই ক্রিকেটাররা খেলছেন। সঙ্গে জানালেন, বিলম্ব হওয়ার কারণও।

GOVT

‘ক্রিকেটারদের পক্ষটা অবশ্যই আগে দেখব। তারা সবাই পেশাদার। পারিশ্রমিকের জন্যই কিন্তু তারা খেলে। বিপিএলই তাদের আয়ের বড় উৎস। টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের একটু বিলম্ব হয়েছে। আমাদের মালিক দেশে ছিলেন না। আমাদের ৩ তারিখে পারিশ্রমিক হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মালিকের স্ত্রী মাঠেই বলের আঘাত পান। যে কারণে পারিশ্রমিক বিলম্বিত হয়ে যায়। গতকাল পর্যন্ত আমাদের যে কথা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যে ২৫ শতাংশ পারিশ্রমিক হয়ে যাবে। পারিশ্রমিকটা হয়ে যাওয়া মাত্রই, ক্রিকেটারদের আয়ের উৎস যদি ভালো থাকে সেটার প্রতিফলন মাঠেও ঘটবে আমার বিশ্বাস। আমাদের ক্রিকেটাররা ভালো খেলবে এবং পারিশ্রমিক নিয়ে হতাশ হবেন না। আগামীতে আমাদের পথচলাটা যেন সুন্দর হয়, সেভাবেই চেষ্টা করছি।’

বৃহস্পতিবার দুপুরের মধ্যে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক নগদ এবং ১৯ তারিখের একটি চেক দেয়ার কথা জানিয়েছেন মেহরাব হোসেন। বলেছেন, ‘বিপিএল কিন্তু ক্রিকেটারদের আয়ের একটা বড় উৎস। সেই টাকা না পেলে মান-অভিমান অনেককিছুই চলে আসে। সেখান থেকে মনে হয় ক্রিকেটাররা (অনুশীলন না করার) সিদ্ধান্তটি নিয়েছিল। তারপরেও আমরা তাদের বিশ্রাম নেয়ার জন্যই বলেছি। পরের দিকে যা হয়েছে আমরাও চাইনি। তবে মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আজকের মধ্যেই টাকা দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আজকে দুপুরের মধ্যেই আসবেন মালিক। বিকেলের আগেই পারিশ্রমিক দিয়ে দেয়া হবে। আজকেই ২৫ শতাংশ নগদ অর্থ দেয়া হবে এবং আরও ২৫ শতাংশের অর্থ ১৯ তারিখের একটি চেক আজকেই দিয়ে দেয়া হবে। যার ফলে পারিশ্রমিকের ৫০ শতাংশ আজকেই সম্পন্ন হয়ে যাবে।’

‘আমার মনে হয় গতকাল রাতের পর থেকে ক্রিকেটাররা আশ্বস্ত হয়েছে এবং মানসিকভাবেও তারা ভালো অবস্থায় আছে। পেশাদারদের ক্ষেত্রে পারিশ্রমিকের অর্থটা যখনই পকেটে চলে আসে, ভালো খেলার জিনিসগুলো কিন্তু জেগে ওঠে। সেক্ষেত্রে তারা সবাই ফুরফুরে মেজাজে আছে। ভালোভাবে অনুশীলন করছে।’ যোগ করেন মেহরাব।

বিপিএল শুরুর দিকে ফ্র‌্যাঞ্চাইজিগুলোর কিছু অব্যবস্থাপনাও দেখা যায়। রাজশাহীও তার ব্যতিক্রম ছিল না। কিট ব্যাগ সংক্রান্ত জটিলতা দেখা গেছে দলটির মাঝে, সিলেট পর্বেও কিট ব্যাগ দেখা যায়নি। সেই জটিলতার ব্যাখ্যা দিয়েছেন অপি। বলেছেন, ‘কিট ব্যাগের বিষয়টা হল, আমরা ভারত থেকে অর্ডার করেছিলাম। অতিরিক্ত ওজনের কারণে শুধু হেলমেট, প্যাড আর গ্লাভস এসেছে। কিটব্যাগটা আসেনি। ইমিগ্রেশন থেকে সেটা ছাড়পত্র পাইনি। তাই আমরা আনতে পারিনি। অন্যান্য দলগুলো হয়তো প্রক্রিয়াটা আরও আগে শুরু করেছিল। এটাও সত্য যে আমরা এটাও একটু দেরি করেছি। বিপিএল ঘনিয়ে আসার সময় আমরা অর্ডার করেছিলাম। এজন্য বিলম্বিত হয়েছে।’

তার মতে, এসব বিষয় আরও গোছানো হওয়া দরকার ছিল। আগামীতে যেন এমন জটিলতা সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন অপি। তার ভাষ্যে, ‘আরেকটু গোছানো হলে আরও সুন্দর দেখাত। এটা আমাদের জন্য একটা শিক্ষনীয় বিষয় ছিল। যেহেতু নতুন ফ্র‍্যাঞ্চাইজি। আশা করি অন্যান্য দলগুলোও এটা দেখেছে এবং তারা সতর্ক থাকবে। আগামীতে যেন এগুলো যেন সুসম্পন্ন হয়, সবারই যেন সজাগ দৃষ্টি থাকে।’

DOROD_300X300-optimize

Scroll to Top