গ্রামের এক গৃহকর্তা তাঁর বাড়ির কাজকর্মের জন্য একজন কর্মচারী নিয়োগ দিলেন। মাসিক বেতনের বিনিময়ে কর্মচারী সব রকমের কাজ করে দেন। এই যেমন বাজার করে দেওয়া, বিদ্যুৎ বিল দিয়ে দেওয়া, খেতে কাজ করা লোকজনের জন্য খাবার নিয়ে যাওয়া, গরুর দুধ বা পুকুরের মাছ বিক্রি করা, সর্বোপরি গৃহকর্তার ভালো-মন্দের খোঁজখবর রাখা।
হঠাৎ এক দিন গৃহকর্তা দেখতে পেলেন, কর্মচারী মাইক ভাড়া করে এলাকায় মাইকিং করে বেড়াচ্ছেন, মাইকে উচ্চ আওয়াজে তিনি তাঁর দৈনন্দিন সব কাজকর্মের বিবরণী প্রচার করছেন। তিনি বাজার করেন, খাবার নিয়ে যান, ব্যাংক থেকে বিদ্যুৎ অফিস দৌড়াদৌড়ি করেন—এসব। গৃহকর্তা আরও জানতে পারেন, কর্মচারী মাইক ভাড়া করেছেন তাঁর গরুর দুধ বিক্রি করা টাকা দিয়ে। অর্থাৎ কর্মচারী কী কাজ করেন, সেটি মালিককে তাঁর পকেটের টাকা খরচ করে শুনতে হচ্ছে।
মালিকের অবস্থান থেকে বিবেচনা করলে কর্মচারীর কর্মকাণ্ড কতটা যৌক্তিক, ন্যায়সংগত ও সুস্থ?