স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে ডেটিং শুরু করেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। চলতি বছরের শুরুর দিকে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও তা নিয়ে মুখ বন্ধ রেখেছিলেন দুজনই। অবশেষে মালাইকার সঙ্গে বিচ্ছেদে শিলমোহর দিলেন অর্জুন কাপুর।
মালাইকার বাবা মারা যাওয়ার পর, যেভাবে সর্বক্ষণ পাশেপাশে ছিলেন অর্জুন, তাতে অনেকেরই ধারণা হয়, সব ঠিক হয়ে গিয়েছে। তবে এবার নিজেকে ‘সিঙ্গেল’ বলে ঘোষণা করে সব জল্পনার অবসান ঘটিয়েই দিলেন বনি কাপুরের ছেলে। ব্রেকআপের কথা স্বীকার করলেন অর্জুন কাপুর।
সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দেওয়া দিওয়ালি পার্টিতে যোগ দেন তিনি। তার সঙ্গে ছিলেন তার আসন্ন ছবি ‘সিংঘম এগেইন’-এর টিম। একটি ভিডিওতে দেখা যায়, অর্জুন ভক্তদের সঙ্গে কথা বলছিলেন। বারবার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার করছিলেন উপস্থিত জনতা। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘না এখন সিঙ্গেল। রিল্যাক্স করুন।’
মালাইকা এবং অর্জুন জুটি অবশ্য তাদের সম্পর্কের বিষয়ে কখনই খুব বেশি মুখ খোলেননি। শুধু সোশ্যাল মিডিয়ায় তাদের ছুটি কাটানোর রোমান্টিক ছবি পোস্ট করা ছাড়া, এবং একে-অপরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো ছাড়া।
মালাইকা এর আগে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে তারা তাদের ছেলে আরহানের সহ-অভিভাবকত্ব করছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা