মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৩ দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে পৌছেছেন। 

বুধবার ১৩ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

গত সোমবার ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা কুয়ালালামপুরে আসেন। ৩ দিনের এই সফর চলাকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অশ নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Scroll to Top