মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩ প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩ প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামে।

১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে।

GOVT

এতে কারখানার ভেতরে থাকা তিন বাংলাদেশি শ্রমিকের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তারা ৩ জনই ৮ বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় ছিলেন।

মৃতরা হলেন, মুন্সিগঞ্জ সদরের রমজানবেগ গ্রামের জব্বার আলী, আবু তাহের এবং সালাম। মরদেহ দ্রুত দেশে আনতে সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন স্বজনরা।

মরদেহ দ্রুত দেশে পাঠানোর আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এএসএম জাহিদুর রহমান।

Scroll to Top