<![CDATA[
মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে রোববার (১৬ এপ্রিল) রাজধানী মালের প্রাণকেন্দ্রে অবস্থিত ম্যানহাটন ফিশ মার্কেটের এক অভিজাত রেস্তোরাঁয় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এদিন বিকেলে এক আলোচনা সভার মধ্যদিয়ে শুরু হয় ইফতার মাহফিল। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক রবিউল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মোক্তার আলী লস্কর, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেড-এর সিও মাসুদুর রহমান, সিনিয়র স্টাফ হায়দার আলী সাবু, মো. পারভেজ চৌধুরী, এল ট্যুর প্রাইভেট লিমিটেড-এর সিও মো. কাশেদুল ইসলাম, ব্যবসায়ী আলীম দুরানী ও আব্দুল ছালিম কুদ্দুস।
এছাড়াও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহের রানা, সহ-সভাপতি বাবুল হোসেন, শাহ-আলাম, আলতাফ হোসেন, মো. ফারুক, মো. এরশাদ মোল্লা, আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন, আবু জাহের, মো. মানিক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক মনির হোসেন, খায়রুল আমিন, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-প্রচার করিম রানা, শওকত আলী, মো. আলী, মুনির হোসেন, দপ্তর সম্পাদক, সহ-দফতর আবদুল মান্নান, ক্রীড়া সম্পাদক মো. মামুন ও মো. মহিউদ্দিন।
আরও পড়ুন: কুয়েতের ২১ মসজিদে বাংলা খুতবাসহ ঈদের নামাজ
অনুষ্ঠানে নিজের বক্তব্যে সভাপতি খলিলুর রহমান বলেন, পবিত্র মাহে রমজানে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তৃণমূলের জনসাধারণের নাভিশ্বাস উঠেছে। জনমনে যে হাহাকার চলছে, তা এই সরকার শুনতে পায় না। এই সরকার মনে করে, তাদের কোনো জবাবদিহিতার দরকার নেই। জনগণের অভিশাপে অচিরেই এই সরকারের পতন নেমে আসবে।
আলোচনা পর্বে মালদ্বীপ বিএনপির নেতাকর্মীরা নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে দাবি জানান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে নিয়ে দেশে ও প্রবাসে বিএনপির নেতাকর্মীদের একত্রে আন্দোলনের কথাও আলোচনায় উঠে আসে।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজানো মামলায় আটকে রাখা হয়েছে। তারেক রহমানকে দেশের বাইরে রেখে ও বেগম জিয়াকে মামলার জালে আটকে রেখে নির্বাচন নামের নীল নকশা তৈরি করে আবারও তারা ক্ষমতায় বসতে মরিয়া হয়ে উঠেছে। এবার তা দেশবাসী মেনে নেবে না। দেশে বিদেশে আন্দোলন গড়ে তুলে এ সরকারের পতন ঘটাতে হবে।
আরও পড়ুন: মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
]]>