মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১০ জন নিহত

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১০ জন নিহত
মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের রাজধানী মালের একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার মালদ্বীপের সংবাদমাধ্যম সান এ তথ্য জানিয়েছে।

মাওয়েও মসজিদের কাছে অবস্থিত এম নিরুফেহির গ্যারেজে রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটি নিচতলায় অবস্থিত। গ্যারেজের ওপর তলায় অভিবাসী শ্রমিকের কোয়ার্টার। সেখানে একটি মাত্র জানালা ছিল।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সানের প্রতিবেদনে জানানো হয়েছে, কোয়ার্টারটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার কর্মীরা থাকতেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা ১০টি লাশ পেয়েছি। আগুন নেভাতে আমাদের প্রায় চার ঘণ্টা সময় লেগেছে।

মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের বর্তমান অবস্থা নিয়ে প্রায়ই সমালোচনা করে থাকে।

দেশটিতে মোট পুরুষ জনসংখ্যার প্রায় অর্ধেক বিদেশি। তাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক।

করোনা মহামারির সময় এসব বিদেশি নাগরিকদের দরিদ্র জীবনযাপনের অবস্থা প্রকাশ্যে আনা হয়েছিল। ওই সময় স্থানীয়দের তুলনায় বিদেশী কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ তিনগুণ দ্রুত ছড়িয়ে পড়ে।

Scroll to Top