মার্কিন শুল্ক আরোপে থাইল্যান্ড ও ভারতে কমেছে চালের দাম | চ্যানেল আই অনলাইন

মার্কিন শুল্ক আরোপে থাইল্যান্ড ও ভারতে কমেছে চালের দাম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

থাইল্যান্ড ও ভারতে চলতি সপ্তাহে চালের দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ও চালের অতিরিক্ত সরবরাহ দাম কমার কারণ।

এতে চলতি সপ্তাহে থাইল্যান্ডে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৩৯৫ থেকে ৪০০ ডলার, যা ২০২২ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। আর ভারতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চাল টনপ্রতি ৩৯২ থেকে ৪০০ ডলারে বিক্রি হয়েছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন।

বাজার বিশ্লেষকরা বলছেন, শুল্কের কারণে দাম বেড়ে যাওয়ায় মার্কিন আমদানিকারকরা এ দেশগুলো থেকে চাল কিনতে চাইছেন না। রপ্তানি চাহিদা কমে যাওয়ায় সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে।

এদিকে বিশ্বব্যাপী চাহিদা কম থাকায় ভারতেও খাদ্যশস্যটি দুই বছরের সর্বনিম্নের কাছাকাছি দামে বেচাকেনা হচ্ছে।

ভারতের শীর্ষস্থানীয় চাল রফতানিকারক প্রতিষ্ঠান সত্যম বলাজির নির্বাহী পরিচালক হিমাংশু আগরওয়াল বলেন, গত কয়েক সপ্তাহে দামের উল্লেখযোগ্য দরপতনের ফলে বিদেশী ক্রেতারা লোকসানের মুখে পড়েছেন। তারা এখন নতুন কেনাকাটায় সতর্ক।

ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চাল চলতি সপ্তাহে টনপ্রতি ৪০৫-৪১০ ডলারে বেচাকেনা হয়েছে। হো চি মিন সিটির এক ব্যবসায়ী বলেন, শীত ও গ্রীষ্মকালীন ফসল মৌসুম প্রায় শেষ। তাই মূল্য আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক ভিয়েতনামের চাল রফতানিতে সরাসরি কোনো প্রভাব ফেলবে না।

ব্যবসায়ীরা জানিয়েছেন, সুগন্ধি চালের দাম বাড়ার কারণে অভ্যন্তরীণ বাজারেও চালের দাম ঊর্ধ্বমুখী।

Scroll to Top