মার্কিন বাজারের বিকল্প তৈরি করা দরকার: আমীর খসরু | চ্যানেল আই অনলাইন

মার্কিন বাজারের বিকল্প তৈরি করা দরকার: আমীর খসরু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশি পণ্য রপ্তানিতে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্কের হার কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য একটি ‘সন্তোষজনক অবস্থা’ হিসেবে দেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুধু যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল না থেকে বিকল্প বাজার তৈরি দরকার বলেও মনে করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সাথে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, এটা জয়-পরাজয়ের কোনো বিষয় না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে আছি। আমরা ২০ শতাংশ, পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনামে ২০ শতাংশ, ভারতে ২৫ শতাংশ। আমি মনে করি, প্রতিযোগিতার ক্ষেত্রে সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক।

সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সমঝোতার ব্যাপারে তিনি বলেন, এটি একটি সমন্বিত প্যাকেজ চুক্তি হতে পারে, যার মধ্যে শুধু শুল্ক নয়, আরও অনেক বিষয় জড়িত থাকতে পারে। এসব চুক্তির বিস্তারিত প্রকাশ পেলেই বোঝা যাবে আসলে কী ধরনের সমঝোতা হয়েছে।

শুল্কের চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের কী কী বিষয়য়ে সমঝোতা হয়েছে তা প্রকাশের দাবি জানান বিএনপির এই নেতা।

উল্লেখ্য, ৩১ জুলাই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে রপ্তানির সময় শুল্ক হার ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেন। এই ঘোষণার ফলে এখন বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে রপ্তানির সময় গড় ১৫ শতাংশ প্রচলিত শুল্কের সঙ্গে নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক মিলিয়ে মোট ৩৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে।

Scroll to Top