মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থায় বড় রদবদল, বরখাস্ত হলেন টিমোথি হফ – DesheBideshe

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থায় বড় রদবদল, বরখাস্ত হলেন টিমোথি হফ – DesheBideshe


মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থায় বড় রদবদল, বরখাস্ত হলেন টিমোথি হফ – DesheBideshe

ওয়াশিংটন, ০৪ এপ্রিল – যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক টিমোথি হফকে বরখাস্ত করা হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে একথা বলা হয়েছে।

টিমোথি হফের পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে তার ডেপুটিকেও। শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবার মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালককে বরখাস্ত করা হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। দুইজন বর্তমান এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যমটি।

সংবাদপত্রটি আরও জানিয়েছে, মার্কিন সাইবার কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্বপালন করছেন টিমোথি হফ। এনএসএ-তে তাকে তার সহকারী ওয়েন্ডি নোবেলের সাথে তাকে বরখাস্ত করা হয়েছে।

সংবাদপত্রটি জানিয়েছে, নোবেলকে পেন্টাগনের গোয়েন্দা বিভাগের আন্ডার সেক্রেটারি অফিসের অধীনে একটি পদে পুনর্নিযুক্ত করা হয়েছে। মূলত জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ মার্কিন প্রতিরক্ষা বিভাগের অংশ।

ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি অনুসারে, বর্তমান এবং সাবেক কর্মকর্তারা বলেছেন, তারা হফকে বরখাস্ত বা নোবেলের অন্যস্থানে পুনর্নিযুক্তির কারণ জানেন না। মার্কিন সাইবার কমান্ডের ডেপুটি উইলিয়াম হার্টম্যানকে ভারপ্রাপ্ত এনএসএ পরিচালক এবং শিলা থমাসকে ভারপ্রাপ্ত ডেপুটি মনোনীত করা হয়েছে বলেও সংবাদপত্রটি জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করেনি।

রয়টার্স বলছে, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের গোয়েন্দা বিষয়ক স্থায়ী নির্বাচন কমিটির র‍্যাংকিং সদস্য ডেমোক্র্যাট জিম হিমস এনএসএ পরিচালক টিমোথি হফকে বরখাস্ত করার নিন্দা জানিয়েছেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন সংস্থাগুলোর একাধিক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন এবং নিজের অনুগতদের নিয়োগ করেছেন।

রয়টার্স বলছে, ফেডারেল সরকারের কর্মী সংখ্যা কমিয়ে আনা এবং সুবিন্যস্ত করার জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার নেতৃত্বদানকারী ইলন মাস্ক গত মাসে হফের সাথে দেখা করতে জাতীয় নিরাপত্তা সংস্থায় গিয়েছিলেন।

মূলত এনএসএ হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গোয়েন্দা সংস্থা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য শীর্ষ-স্তরের, বিশেষায়িত প্রযুক্তি এবং সিস্টেম ব্যবহার করে। মার্কিন সাইবার কমান্ড আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় কার্যক্রম পরিচালনা করে এবং প্রতিরক্ষা বিভাগের নেটওয়ার্কও পর্যবেক্ষণ করে থাকে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ এপ্রিল ২০২৫



Scroll to Top