মারা গেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজা মিত্র – DesheBideshe

মারা গেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজা মিত্র – DesheBideshe

মারা গেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজা মিত্র – DesheBideshe

কলকাতা, ২০ ডিসেম্বর – বছরের শেষে এসে বিনোদনের দুনিয়ায় আবারও একটা খারাপ খবর। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা মিত্র আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে টলিউড থেকে শুরু করে সমগ্র চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরেই তিনি অসুস্থ ছিলেন ৷ মরণব্যাধি রোগ ক্যানসারের চিকিৎসা চলছিল ৷ শেষ পর্যন্ত হার মানলেন তিনি ৷ শেষ হল লড়াই ৷ নিঃশব্দেই চলে গেলেন পরিচালক রাজা মিত্র ৷

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে রৌদ্র মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

রাজা মিত্রর পরিচালিত প্রথম ছবি ‘একটি জীবন’ ১৯৮৭ সালে মুক্তি পায়। প্রথম ছবিতেই তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন। এরপর ‘নয়নতারা’, ‘যতনের জমি’-এর মতো ছবিগুলি বাংলা সিনেমার জগতে আলাদা মর্যাদা এনে দেয়।

রাজা মিত্র পরিচালিত ‘একটি জীবন’ জাতীয় পুরস্কার পায় ১৯৮৭ সালে, ৩৫তম জাতীয় পুরস্কার বিতরণের মঞ্চে। এই ছবিতে অভিনয় করেছিলেন আর এক অসাধারণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রাজা মিত্র ‘স্বর্ণ কমল’, ‘রজত কমল’ পুরস্কার পান ‘কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস’ ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য। ডেবিউ ফিল্ম মেকার হিসেবে ‘ইন্দিরা গান্ধী পুরস্কার’ও পেয়েছেন প্রয়াত পরিচালক ।

শুধু চলচ্চিত্র পরিচালনাই নয়, সঙ্গীত পরিচালক হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে ‘একটি জীবন’ ছাড়াও রয়েছে ‘যতনের জামি’, ‘বেহুলা’, ‘স্ক্রল পেইন্টারস অফ বীরভূম’। ১৯৭৮ সাল থেকে ১৯৮০ অবধি চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের সহকারী হিসেবে কাজ করেন রাজা মিত্র। বিভিন্ন চলচ্চিত্র পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একইসঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (১৯৮৯), জাতীয় চলচ্চিত্র উৎসবের (১৯৯২) জুরি মেম্বার ছিলেন পরিচালক রাজা মিত্র। ১৯৮৮ সালে তিনি তার কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র রাজা মিত্র ৷

আইএ/ ২০ ডিসেম্বর ২০২৪



Scroll to Top