মামুনের কাছে আমি ছিলাম সোনার ডিম পাড়া হাঁস: লায়লা

মামুনের কাছে আমি ছিলাম সোনার ডিম পাড়া হাঁস: লায়লা

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি অনুষ্ঠানে টিকটকে ব্লু ফেরি লায়লা তার ক্যারিয়ার এবং অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, একসময় তিনি মামুনের জন্য ছিলেন ‘সোনার ডিম পাড়া হাঁস’। লায়লা বলেন, “মামুন চাইলেও আর ১০০টা কেন, অর্ধেকটা লায়লা ও তৈরি করতে পারবেন না।”

মামুনের কাছে আমি ছিলাম সোনার ডিম পাড়া হাঁস: লায়লা

তিনি আরও বলেন, “এটা ঠিক সেই গল্পের মতো, যেখানে লোভে পড়ে সোনার ডিম পাড়া হাঁসের পেট কেটে ফেলা হয়। আমি যতটা দিতে পেরেছিলাম, ততটাই দিয়েছি, কিন্তু অতিরিক্ত লোভ শেষ পর্যন্ত সব কিছুই নষ্ট করে দিয়েছে।”

লায়লার এই বক্তব্য ইঙ্গিতপূর্ণ হলেও তিনি সরাসরি মামুন সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে তার কথাগুলো অনেকটাই ইঙ্গিত দেয় যে তাদের পেশাগত এবং ব্যক্তিগত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন ছিল।

Scroll to Top