মামলার পর ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ তুলে আনসার কমান্ডারের সংবাদ সম্মেলন

মামলার পর ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ তুলে আনসার কমান্ডারের সংবাদ সম্মেলন

আজ সংবাদ সম্মেলনে জেলা কমান্ডার দাবি করেন, চাকরিচ্যুত নারী সদস্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব কাটিয়ে বিভিন্ন আর্থিক অনিয়ম করায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনায় যে নারী মামলা করেছেন, সেই নারী ও তাঁর ইন্ধনদাতার বিরুদ্ধে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।

সংবাদ সম্মেলনে তাঁর পাশে অভিযুক্ত খালেদ আহমেদও বসা ছিলেন। তদন্ত না করে অভিযুক্তের পক্ষ নেওয়ার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে জেলা কমান্ডার বলেন, ‘যাঁর ওপর অভিযোগ, সে এখনো অভিযুক্ত হয়নি আদালতের কাছে।’ আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘আমার কাছে অনেক তথ্য আছে, ওই কর্মকর্তা কোনো অন্যায় করেনি।’

Scroll to Top