মানিকগঞ্জে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি : রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কিশোর তানভির আহাম্মেদ জিসান হত্যাকাণ্ড মামলায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

মানিকগঞ্জে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক শামীমা আক্তার এ রায় দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া গ্রামের মো. আজাদুর রহমানের ছেলে রাব্বি হোসেন ওরফে প্রান্তিক ও একই উপজেলার ছোট শাকরাইল গ্রামের আশোক আলেীর ছেলে মো. আশিক।

মামলার বিবরণে জানা যায়, রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার মো. শাহীন আলমের ছেলে তানভির আহাম্মেদ জিসান বিগত ২০২০ সালের ১৫ নভেম্বর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে মোহাম্মদপুরে তার নানা বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফিরে আসেনা। খোজাখুজি করে না পেয়ে কয়েকদিন পর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন জিসানের বাবা। এর দুই দিন পর জিসানের পরিচিত এক নারীর দেয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের আসলে জানতে পারে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে কয়েকদিন ধরে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে।এরপর মর্গে গিয়ে খোঁজখবর নিতে গেলে ডোম জানায় লাশের বিষয়ে পাটুরিয়া নৌ থানা পুলিশ বলতে পারবে।

পরে পাটুরিয়া নৌ থানা পুলিশের সাথে যোগাযোগ করলে তৎকালীন পরিদর্শক জিয়া উদ্দিন জানান, ১৮ নভেম্বর তারিখ সন্ধ্যায় পাটুরিয়া ২নং পুরাতন টার্মিনালের পশ্চিম পাশে পদ্মা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় না পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে আঞ্জুমানের মাধ্যমে মানিকগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এরপর জিসানের লাশের ছবি, পড়নের প্যান্ট, শার্ট, বেল্ট দেখে জিসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Scroll to Top