মানিকগঞ্জে লেবুবাগানে পড়ে ছিল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

মানিকগঞ্জে লেবুবাগানে পড়ে ছিল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

আজ বৃস্পতিবার সকাল আটটার দিকে বাড়ির অদূরে এক ব্যক্তির লেবুবাগানে ব্যবসায়ী রউফের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রউফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আজ দুপুরে উপজেলার নয়াডিঙ্গী এলাকা থেকে হেলেনা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে র‌্যাব-৪–এর সিপিসি-৩–এর মানিকগঞ্জের ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব–৪–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, প্রায় চার বছর আগে স্বামী মারা যাওয়ার পর হেলেনা বেগম সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। মুদি দোকানে কেনাকাটার সুযোগে রউফ ও হেলেনার মধ্যে একপর্যায়ে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তাঁদের মধ্যে দ্বন্দ্ব ও মানোমানিল্যের সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল বুধবার রাতে শীতবস্ত্র দিয়ে মুখ চেপে ধরে রউফকে শ্বাসরোধ করে হত্যা করেন হেলেনা।

Scroll to Top