মানিকগঞ্জের সেরা ওসি আমান উল্লাহ, পেলেন বিশেষ সম্মাননা

মানিকগঞ্জের সেরা ওসি আমান উল্লাহ, পেলেন বিশেষ সম্মাননা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ৭টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) মধ্যে সবার সেরা নির্বাচিত হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ।

মানিকগঞ্জের সেরা ওসি আমান উল্লাহ, পেলেন বিশেষ সম্মাননামানিকগঞ্জের সেরা ওসি আমান উল্লাহ, পেলেন বিশেষ সম্মাননা

রবিবার পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার ৭টি থানার মধ্যে সদর থানার ওসি এসএম আমান উল্লাহকে ‘শ্রেষ্ঠ থানা পরিচালনাকারী অফিসার’ হিসেবে নির্বাচিত করা হয়।

জানা যায়, নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও জনবান্ধব পুলিশিং-এ বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন তিনি।

অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে ওসি আমান উল্লাহ’র হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন শাখার সিনিয়ির অফিসারগণ উপস্থিত ছিলেন।

ওসি আমান উল্লাহ বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি পুরো থানার টিমওয়ার্কের ফল। আমরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ, এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

Scroll to Top