‘মানবেতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের’ দিকে যাচ্ছে গাজা: ডব্লিউএইচও

‘মানবেতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের’ দিকে যাচ্ছে গাজা: ডব্লিউএইচও

শুরুতে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে হামলা চালালেও এখন তারা দক্ষিণাঞ্চলেও সেনা পাঠিয়েছে। দক্ষিণাঞ্চল থেকেও বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়েছে।

পিপারকর্ন বলেন, গাজার পরিস্থিতি ঘণ্টায় ঘণ্টায় খারাপ হচ্ছে। এ দক্ষিণাঞ্চলের এলাকাগুলোসহ চারদিকে ব্যাপক বোমা হামলা হচ্ছে।

ডব্লিউএইচওর এই প্রতিনিধি সতর্ক করে বলেন, ‘গাজার পরিস্থিতি মানবেতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের কাছাকাছি রয়েছে।’

পিপারকর্ন মনে করেন, এসব বোমা হামলা ও প্রাণহানি বন্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। এর জন্য একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

Scroll to Top