মানবিক করিডোর-নির্বাচন নিয়ে যা বললেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি

মানবিক করিডোর-নির্বাচন নিয়ে যা বললেন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক করিডোর চালুর জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অপরিহার্য বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেছেন তিনি।

আজ (৪ জুন) বুধবার তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত উভয় দেশ এই বিষয়ে চুক্তিতে না আসে, ততক্ষণ জাতিসংঘের পক্ষে মানবিক করিডোর নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সহায়তার জন্য বরাদ্দ হ্রাস পাওয়া অত্যন্ত আশঙ্কাজনক। এতে সংকট আরও ঘনীভূত হতে পারে।

জাতিসংঘের পক্ষ থেকে রোহিঙ্গা সংকটের টেকসই ও মানবিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে লুইস বলেন, সহযোগিতামূলক ও চুক্তিভিত্তিক পদক্ষেপ ছাড়া এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।

মানবিক করিডোর হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সুরক্ষিতভাবে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা রোহিঙ্গাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তবে এর জন্য বাংলাদেশ ও মিয়ানমারের পারস্পরিক সম্মতি ও আনুষ্ঠানিক চুক্তি দরকার বলে মন্তব্য করেন লুইস।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে টেকনিক্যাল সাপোর্ট দেবে জাতিসংঘ, জাতিসংঘ এখানে একটা ভাল নির্বাচন চায়।

জাতিসংঘ আশাবাদ ব্যক্ত করছে, বাংলাদেশ ও মিয়ানমার দ্রুত মানবিক করিডর চালুর বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, যাতে আটকে পড়া রোহিঙ্গাদের জন্য জরুরি সহায়তা কার্যকরভাবে পৌঁছে দেওয়া যায়।

Scroll to Top