মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে আজ মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে।
প্রসিকিউশন জানিয়েছে, আদালতের অনুমতি সাপেক্ষে এ মামলার শুনানি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে।
মামলার আসামি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন, তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গ্রহণ করেছে। এর মধ্যে আছে—গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে হত্যার উসকানি দেয়া, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া এবং সহিংসতা ছড়ানোর পরিকল্পনা করা।
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। তাদের এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেয়ায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ঢাকার একটি বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে নিয়োগ দিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং সেদিনই ভারতে চলে যান। এরপর থেকে তাঁর সরকারের বহু নেতা-কর্মী পলাতক রয়েছেন। অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং তাঁদের বিরুদ্ধেও একাধিক মামলা চলছে।