শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রম চালু হবে ২০২৭ সালে এবং ষষ্ঠ শ্রেণিতে এটি প্রথম চালু হবে যা পরে ধীরে ধীরে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যাবে।
বুধবার (৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় তিনি এ তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে এবং ষষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের কাজ এখন চলছে।
সভায় তিনি জানান, একটি গুরুত্বপূর্ণ পদে বদলির জন্য তাকে এক কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভিসি নিয়োগের জন্য একটি উচ্চপর্যায়ের প্যানেল তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে যোগ্য উপাচার্য খুঁজে নেয়া হবে।
তিনি বলেন, উপাচার্য নিয়োগে নানা অসঙ্গতির কারণে আমরা একটি বোর্ড তৈরি করেছি। আমরা উপাচার্য নির্বাচনের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেব। এতে আগ্রহীরা আবেদন করবেন। এরপর যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্যদের উপাচার্য নিয়োগ দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছর পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলেছে।
পরিকল্পনা অনুযায়ী এ বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর কথা থাকলেও গত বছর অগাস্টে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাতিল করে ২০১২ সালের শিক্ষাক্রম পুনর্বহাল করা হয়। তবে প্রাথমিক পর্যায়ে কার্যত নতুন শিক্ষাক্রমই বহাল রাখা হয়েছে।