মাধুরীর প্রেম, বিয়ে আর লস অ্যাঞ্জেলসের ঘর-সংসার

মাধুরীর প্রেম, বিয়ে আর লস অ্যাঞ্জেলসের ঘর-সংসার

মাধুরীর সিনেমা দেখতে নার্ভাস লাগত

নেনের বিয়ের আগে শ্রীরাম মাধুরীকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি অভিনয় কর। তাহলে তো তোমাকে সঙ্গে ব্যাগ নিয়ে ঘুরতে হয়, তাই না?’ এই প্রশ্ন শুনে মাধুরী তো হেসেই খুন। নিজের বোকামি সে সময় বুঝতে পারেননি এই ডাক্তার। মাধুরী বলেন, ‘আমার তারকাখ্যাতি নিয়ে ওর কোনো ধারণাই ছিল না। বিয়ের পরেও মাধুরী অসংখ্যবার নিজের সিনেমা দেখতে বসিয়েছেন নেনেকে। কিন্তু বিয়ের দিনের ঘটনায়-ই কিনা, নেনের নাকি নার্ভাস লাগত।’ নেনে তাঁর সিনেমা দেখতে চাইত না জানিয়ে মাধুরী বলেন, ‘সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই নেনে বলত, ‘আমরা অন্য কিছু করি? চলো, আমরা অমুক জায়গা থেকে ঘুরে আসি; তমুক রেস্টুরেন্টে খেতে যাই। এটা করি, সেটা করি।’

Scroll to Top