মাদ্রিদ ডার্বিতে টাইব্রেকারে জিতে শেষ আটে রিয়াল | চ্যানেল আই অনলাইন

মাদ্রিদ ডার্বিতে টাইব্রেকারে জিতে শেষ আটে রিয়াল | চ্যানেল আই অনলাইন

মাদ্রিদ ডার্বির শুরুর এক মিনিটের মধ্যেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে সহজেই শেষ আটে পৌঁছানোর সুযোগ এসেছিলো তাদের, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। তাতে অতিরিক্ত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নাটকীয়তার পর অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করে শেষ আটের টিকিট পেয়েছে কার্লো আনচেলত্তির দল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে নিজেদের মাঠে কনর গ্যালাহেরের ৩০ সেকেন্ডে করা গোলে মূল ম্যাচ অ্যাটলেটিকো ১-০ ব্যবধানে জিতলেও দুই লেগ মিলিয়ে ব্যবধান হয় ২-২। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জিতেছে রিয়াল।

গ্যালাহেরের গোলটি চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ফুটবলার হিসেবে দ্রুততম, অ্যাটলেটিকোরও তাই। চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে এ নিয়ে ৫ বার অ্যাটলেটিকোকে বিদায় করেছে রিয়াল, তারা এর চেয়ে বেশি ৭ বার বাদ করেছে বায়ার্ন মিউনিখকে।

টাইব্রেকারে কাইলিয়ান এমবাপে জুড বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভের্দে এবং আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলেও মিস করেছেন লুকাস ভাসকুয়েজ। অন্য দিকে অ্যাটলেটিকোর হয়ে আলেক্সান্দার সোরলথ, আনহেল কোরয়ো গোল করলেও মিস করেছেন জুলিয়ান আলভারেজ ও মার্কোস লরেন্তে।

এর মধ্যে আলভারেজের গোল বাতিল হয়েছে অদ্ভুদ কারণে। ডান পায়ে শট নেয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, তাতে তার বাঁ পাও লেগে যায় বলে। বলে দুবার ছোঁয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় গোল। আর এটিই শেষপর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান।

এদিকে পিএসভি আইন্দোহভেনকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। পিএসভির মাঠে প্রথম লেগে আর্সেনাল যেতে ৭-১ গোলে। ফিরতি লেগে ম্যাচটি ২-২ গোল ড্র হলে ৯-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ডাচ ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে আর্সেনাল।

রাতের অন্য ম্যাচে ক্লাব ব্রুগের সঙ্গে প্রথম লেগে ৩-১ গোলে জয়ের পর ফিরতি লেগে ৩-০ ব্যবধানে জিতেছে অ্যাস্টন ভিলা। তাতে দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। আর দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে লিলকে বিদায় করে শেষ আটে বরুশিয়া ডর্টমুন্ড।

Scroll to Top