মাদ্রিদে দুই গোল পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

মাদ্রিদে দুই গোল পিছিয়ে পড়েও জিতল বার্সেলোনা | চ্যানেল আই অনলাইন

লা-লিগায় শিরোপার লড়াই জমিয়ে তুলেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ হাসি হেসেছে লামিন ইয়ামাল- ফেরান তোরেসরা। তোরেসের দুই গোলে মেট্রোপলিটনে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে এক ম্যাচ কম খেলে আবারও টেবিলের শীর্ষে উঠেছে দলটি।
রিয়াদ এয়ার মেট্রোপলিটানে অ্যাটলেটিকো মাদ্রিদের গোলের শুরুটা করেন আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। তার ৪৫ মিনিটের গোলে এগিয়ে যায় ডিয়েগো সিমিওনের দল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধে এসে ৭০ মিনিটে বিবর্ণ বার্সেলোনার জালে দ্বিতীয় গোল করেন আলেকজান্ডার সারলোথ। বার্সেলোনার খেলা শুরু সেখান থেকে, মিনিটখানেক পরে প্রথম গোল শোধ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭৮ মিনিটে ম্যাচে সমতা আনেন বদলি নামা ফেরান তোরেস।
২-২ সমতায় শেষ হতে যাওয়া ম্যাচে চমক দেখান লামিন ইয়ামাল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দুই মিনিটে বাঁপায়ের দুর্দান্ত চমকে গোল করেন এ উইঙ্গার ৩-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন তোরেস, ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় দলটি।
এ জয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে শীর্ষে উঠল কাতালুনিয়ার ক্লাবটি। ২৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৬০, এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্টও ৬০। তবে গোল ব্যবধানে এগিয়ে হ্যান্সি ফ্লিকের দল। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তিনে।

Scroll to Top