মাদারীপুর, ২৬ আগস্ট – মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের শ্যালক মাহফুজুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা শহরের হরি কুমারিয়া এলাকায় আজমত আলী হাসপাতালের পেছনে অবস্থিত তাইমুর অ্যাপার্টমেন্ট (১০ তলা) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহফুজুর রহমান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়পুর গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরে থেকে তার দুলাভাই শাজাহান খানের পারিবারিক পরিবহন ব্যবসা ‘সার্বিক পরিবহন’ পরিচালনা করতেন এবং অর্থিক ব্যবস্থাপনাও দেখভাল করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত একটি হত্যা মামলায় ঢাকায় গ্রেপ্তার হন শাজাহান খান। সেই মামলায় তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেননি।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ আগস্ট ২০২৫