মাদারীপুর, ০২ আগস্ট – কর্মস্থলে যোগদানের ২২ দিনের মাথায় মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) জরুরি এক চিঠিতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজহার আলী। পরে তাকে ১ আগস্ট প্রত্যাহার করা হয়। তবে, কোন ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি শিবচর থানায় শিগগির নতুন ওসি যোগদান করবেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ আগস্ট ২০২৫