র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটির একটি দল জানতে পারে রাজশাহীর কাটাখালী বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে র্যাবের গোয়েন্দা দল ওই ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণে অভিযান পরিচালনায় নাজমুলকে আটক করে। পরে তাঁর শরীর তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানিয়েছে, নাজমুল রাজশাহীর চারঘাটের মাদক সম্রাট নামেও পরিচিত। এর আগে তিনি একবার র্যাবের কাছে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন। সেই মামলায় জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। ওই মামলাসহ তাঁর নামে আরও ১৩টি বিভিন্ন ধরনের মাদকের মামলা আছে। একাধিক ওয়ারেন্টে তাঁর চার বছরের সাজার রায় হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক টেকনাফ ও অন্যান্য স্থান থেকে সংগ্রহের পর রাজশাহী নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছেন।