শ্রীপুর থানা সূত্র জানায়, গ্রেপ্তারের সময় আসামিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলার চেষ্টা চালান তাঁর ভাই মো. রাসেলসহ আরও কয়েকজন। পরে আসামিকে থানায় নিয়ে আসার সময় থানা থেকে ৫০০ মিটার দূরে টেংরা রাস্তার মোড় এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল পুলিশের গাড়ি আটকে হামলা চালায়। একপর্যায়ে তারা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
বরমী বাজার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির ভাষ্য, শেখ মামুন আল মুজাহিদের মাদকসংশ্লিষ্টতা আছে। তিনি সন্ত্রাসী কার্যক্রমেও জড়িত। এর আগে একাধিকবার তিনি বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।