ইতিহাস গড়ে এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রাত দেড়টায় মিয়ানমার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাঘীনিরা। সেখান থেকে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এনে সংবর্ধনা দেওয়া হয়। ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা ভুটানের লিগ খেলতে যাবে তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।