মাছ ধরতে নদীতে গিয়েছিলেন, জালে উঠল বিরল প্রজাতির…! আলিপুরদুয়ারে শোরগোল

মাছ ধরতে নদীতে গিয়েছিলেন, জালে উঠল বিরল প্রজাতির…! আলিপুরদুয়ারে শোরগোল

Last Updated:

Rare Species of Turtle: মৎস্যজীবী সাহিল রহমান প্রতিদিনের মতো গতকাল রাতেও তিস্তা নদীতে মাছ ধরতে যান

বিরল প্রজাতির কচ্ছপ মাছ ধরতে নদীতে গিয়েছিলেন, জালে উঠল বিরল প্রজাতির…! আলিপুরদুয়ারে শোরগোল
বিরল প্রজাতির কচ্ছপ

জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ রোজকার মতো মাছ ধরতে নদীতে গিয়েছিলেন। মৎস্যজীবীর জালে উঠল বিরল প্রজাতির কচ্ছপ ছানা। জলপাইগুড়ি সদর ব্লকের কাঁদো বাড়ি সাহেবের কামাত এলাকার মৎসজীবী সাহিল রহমান মাছ ধরতে নদীতে যান। কিন্তু তাঁর জালে ওঠে একটি কচ্ছপ ছানা। ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় মৎস্যজীবী সাহিল প্রতিদিনের মতো গতকাল রাতেও তিস্তা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তবে জাল টানতেই মাছের সঙ্গে উঠে আসে একটি ছোট্ট কচ্ছপ। প্রথমে বাড়িতে এনে একটি গামলায় রেখে দেন তিনি। পরে সকালে যোগাযোগ করেন পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন জলপাইগুড়ির সঙ্গে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তিনি জানান, এটি প্রকৃতির ধন। বিক্রি করার প্রশ্নই ওঠে না। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অঙ্কুর দাস জানান, সাড়ে দশটা নাগাদ আমি খবর পাই, সদর ব্লকের কাঁদো বাড়ি এলাকায় একটি বাড়িতে বিরল কচ্ছপের ছানা রয়েছে। আমি তৎক্ষণাৎ গিয়ে সেই কচ্ছপের ছানাটিকে উদ্ধার করে নিয়ে এসে বন দফতরের সঙ্গে কথা বলি। তাঁকে পুনরায় নিজের জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে।

Scroll to Top