মাউশির মহাপরিচালক অধ্যাপক রেজাউল করীম, অবসরে যাচ্ছেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

মাউশির মহাপরিচালক অধ্যাপক রেজাউল করীম, অবসরে যাচ্ছেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

তিনটি শর্তে অধ্যাপক রেজাউল করীমকে মহাপরিচালক করা হয়েছে। এগুলো হলো এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই দায়িত্বের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। এই পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তাঁর যোগদানের তারিখ থেকে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

এদিকে দীর্ঘ চাকরিজীবন শেষ করে এ মাসের শেষে অবসরে যাচ্ছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে গতকাল অপর এক আদেশে তাঁকে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

Scroll to Top