এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মাইজিপি অ্যাপের মাধ্যমে ২০০ টাকা বা এর বেশি মূল্যের ডাটা প্যাক বা কম্বো বান্ডেল কিনলে ৫শ’ টাকার একটি লোটো ভাউচার পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা। যেকোন লোটো ফ্ল্যাগশিপ আউটলেটে ২ হাজার ৫শ’ বা এর বেশি টাকার কেনাকাটা করলে এই ভাউচার দিয়ে ৫শ’ টাকা ছাড় পাওয়া যাবে।
;
গ্রাহকদের সুবিধার জন্য মাইজিপি অ্যাপ’র নোটিফিকেশন আইকনে সংরক্ষিত থাকবে রিওয়ার্ডটি। মাইজিপি ব্যবহারকারীদের বিশেষ সুবিধা প্রদানের পাশাপাশি কোনাকাটায় অনন্য অফার প্রদান করছে এই পার্টনারশিপ; যা ডিজিটাল সেবা ও লাইফস্টাইল অফারের এক অপূর্ব সমন্বয়।
গ্রামীণফোনের গ্রাহককেন্দ্রিকতা এবং প্রয়োজনীয় রিওয়ার্ডের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনধারাকে সমৃদ্ধ করার প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লোটোতে কেনাটাকার সমন্বয়- গ্রামীণফোন তার গ্রাহকদের কতটা মূল্যায়ন করে এরও প্রতিফলন। গ্রাহকরা এই আকর্ষণীয় অফারের সুযোগ গ্রহণ করতে পারেন এবং উপভোগ করতে পারেন গ্রামীণফোনের অনন্য সুবিধা।
অফারটি সম্পর্কে আরো জানতে মাইজিপি অ্যাপ অথবা নিকটস্থ লোটো ফ্ল্যাগশিপ আউটলেট ভিজিট করতে পারেন গ্রাহকরা।