মাইলস্টোন ট্র্যাজেডি: ভারতের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ | চ্যানেল আই অনলাইন

মাইলস্টোন ট্র্যাজেডি: ভারতের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার ২১ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোক বার্তা দেন ।

শোকবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

Scroll to Top