মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকাহত পুরো বাংলাদেশ। ভয়াবহ দূর্ঘটনায় ২২ জুলাই সারাদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ সরকার। শোকের দিনটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মত টি-টুয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল লিটন দাসের দল। ঐতিহাসিক সিরিজ জয় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের উৎসর্গ করলেন টিম টাইগার্স।
মিরপুরে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৩৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে ১২৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ৮ জিতে ১ ম্যাচ হাতে রেখে ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজের দল।
ম্যাচ শেষে পুরস্কর বিতরণী অনুষ্ঠানে বিমান দূর্ঘটনায় হতাহতদের সিরিজ জয় উৎসর্গের কথা জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলেছেন, ‘আমরা জানি, গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে, আমাদের সবার জন্য হৃদয়বিদারক। এই সিরিজ জয়টি মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের জন্য। আমরা জানি, যারা মারা গেছে তাদের শূন্যতা পূরণ করা যাবে না। আমাদের জায়গা থেকে, এই সিরিজ জয়টি তাদের জন্য।’
সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহতের কথা নিশ্চিত করেছে প্রশাসন কর্তৃপক্ষ। আহত কমপক্ষে ১৬০ জন। বিমান বিধ্বস্তের ঘটনায় শের-ই-বাংলাসহ বিসিবির সকল ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেছেন দুদলের খেলোয়াড়, মাঠকর্মী, দর্শক ও সাংবাদিকরাসহ স্টেডিয়ামে উপস্থিত সকলে।
বিসিবি আগেই ঘোষণা করেছিল, ম্যাচ চলাকালীন ভেন্যুতে কোনও সঙ্গীত বাজানো হবে না। সেই অনুযায়ী জাতীয় সংগীতও বাজানো হয়নি শের-ই-বাংলায়। কালো ব্যাজ পরেই খেলতে নামেন দুদলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালসরা ।