মাইলস্টোন কলেজ খুলছে আজ | চ্যানেল আই অনলাইন

মাইলস্টোন কলেজ খুলছে আজ | চ্যানেল আই অনলাইন

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ১২ দিন পর আজ রোববার (৩ আগস্ট) খুলছে। আজকে থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে। শুরুতে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে। পর্যায়ক্রমে স্কুল শাখার অন্যান্য শ্রেণিতেও ক্লাস শুরু করা হবে।

শনিবার (২ আগস্ট) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে ৷ শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এ জন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সুযোগ পাবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। মানসিক প্রশান্তি ফিরে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এদিন সকাল ১০টায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর ক্লাস শুরু হবে। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার পর স্কুল শাখার অন্যান্য ক্লাস শুরু হবে।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এ ভয়াবহ দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী হতাহত হন। এ মর্মান্তিক দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

Scroll to Top