ঢাকা, ২৯ জুলাই – সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ যুদ্ধবিমান চীন থেকে কেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করা উচিত নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে ডিক্যাব (ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ)।
চীনা রাষ্ট্রদূত বলেন, ২০১২ সাল থেকে বিমানটি নিয়মিত উড্ডয়ন করে আসছে এবং এ দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনো চলমান। মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনা মেডিকেল প্রতিনিধি দলের বাংলাদেশে আসার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
ইয়াও ওয়েন বলেন, বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবায় সহযোগিতা করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীন সরকার জরুরি ভিত্তিতে পাঁচজন পোড়া-বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের একটি দল ঢাকায় পাঠায়।
বিমান বিধ্বস্তের ঘটনায় চীন তদন্তে সহায়তা দেবে কি না জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, এই ঘটনায় চীন গভীর শোকাহত। বাংলাদেশ সরকার সহায়তা চাইলে চীন সহায়তা দিতে প্রস্তুত।
মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর ওই যুদ্ধবিমান পড়ার ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৩ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই শিশু।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ জুলাই ২০২৫