মাইলস্টোনে নিহতদের সাফ শিরোপা উৎসর্গ করল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

মাইলস্টোনে নিহতদের সাফ শিরোপা উৎসর্গ করল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। ভয়াবহ দুর্ঘটনার দিনে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়ে মাইলস্টোনে নিহতদের প্রতি শিরোপা উৎসর্গ করেছে লাল-সবুজের দল।

টুর্নামেন্টের সবশেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পূর্ণাঙ্গ ১৮ পয়েন্ট নিয়ে শিরোপা জিতে সংবাদ সম্মেলনে এসে নিহতের প্রতি শিরোপা উৎসর্গের ঘোষণা দেন অধিনায়ক আফঈদা খন্দকার।

কোচ পিটার জেমস বাটলার ও ম্যাচসেরা মোসাম্মৎ সাগরিকাকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আফঈদা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শিরোপা জিতব। সর্বোচ্চ পয়েন্ট নিয়েই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আজকে আমরা যে শিরোপা জিতেছি তা উৎসর্গ করছি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যারা নিহত হয়েছে তাদেরকে।’

সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ঘটনায় ২০ জন নিহতের কথা নিশ্চিত করেছে প্রশাসন কর্তৃপক্ষ। আহত কমপক্ষে ১৭০ পেরিয়েছে।

Scroll to Top