লম্বা সময় পর টি-টুয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী দলকে বিধ্বস্ত করে ১১০ রানে গুটিয়ে দিয়েছে টাইগার বোলাররা। পরে ব্যাট হাতে ১৫.৩ ওভারে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। তাতে মিরপুরের উইকেট নিয়ে আপত্তি জানিয়েছেন পাকিস্তান কোচ মাইক হেসন। তার মতে, মিরপুরের উইকেট কোনো দলের জন্যই আদর্শ নয়। অবশ্য, মুদ্রার ওপিঠটা বলছেন বাংলাদেশ ওপেনার পারভেজ হোসেন ইমন। তার মতে, ঠিকই আছে হোম অব ক্রিকেটের উইকেট।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান কোচ। সেখানে উইকেট নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। বিশ্বজুড়ে কোচিং করিয়ে অভিজ্ঞতার ভাঁড়ার সমৃদ্ধ করা হেসেন সরাসরি বললেন, ‘আমি মনে করি এটি কারও জন্যই আদর্শ নয়। দলগুলি এশিয়া কাপ বা (টি-টুয়েন্টি) বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ার চেষ্টা করছে। এটি গ্রহণযোগ্য নয়। ব্যাট নিয়ে আমরা যে কিছু সিদ্ধান্ত নিয়েছি তার জন্য এটি এখনও কোনও অজুহাত নয়। কিন্তু এই পিচ আন্তর্জাতিক মানের নয়।’
‘আমার মনে হয় না, যখন তারা বাংলাদেশ ছেড়ে চলে যায় তখন এটি তাদের সাহায্য করে। তবে আমার মনে হয় এই পরিস্থিতিতে প্রথমে ব্যাট করাও চ্যালেঞ্জিং। যখন আপনি নিশ্চিত নন যে ১০০, ১৩০, নাকি ১৫০ যথেষ্ট। মনে হয় না এই পিচ কারো জন্যই ভালো। তবে উইকেট যেমনই হোক, আপনাকে তো পারফর্ম করতেই হবে।’-যোগ করেন হেসন।
বিপিএলের সময় মিরপুরে ভালো উইকেট থাকলেও এখন তা নেই বলে মনে করছেন হেসন। বলেছেন, ‘এখানে বাংলাদেশকে সাহায্য করতে আসিনি। ক্রিকেটারদের গড়ে তোলার জন্য ভালো ক্রিকেট উইকেটের প্রয়োজন। সত্যি বলতে, বিপিএলের সময় কিছু ভালো উইকেট ছিল। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় এটি মানসম্মত নয়।’
প্রতিপক্ষ কোচের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও বাংলাদেশ কিন্তু সাবলীল ব্যাটিং করেছে। পাকিস্তানের ১১০ রানতাড়ায় নেমে ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। ৩ চার ও ৫ ছক্কায় ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসেন ইমন। হেসনের মতামতটা জানিয়ে তার কাছে উইকেট নিয়ে জানতে চাওয়া হয়। পাকিস্তান কোচের উল্টোটাই বললেন ইমন।
টাইগার ওপেনার বলেছেন, ‘না, তেমন কিছু তো মনে হয়নি আমার কাছে। আমরা ১১০ রান করেছি ১৬ ওভারে। যদি ২০ ওভারও খেলতাম, ১৬০ রান করতে পারতাম। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করেছি।’